তেলেগু অভিনেত্রীকে যৌন হয়রানি, ফেসবুকে চলছে খোঁজ

0000র্তমান সময়ে যেনো নারীর উপর যৌন হয়রানির ব্যাপারটি থামছেই না, সে নারী যতো ক্ষমতাশীলই হোক না কেনো। ক্রমশ আরো ভয়ঙ্কর পরিস্থিতির দিকে যাচ্ছে যৌন হয়রানির প্রকোপ। সব দেশেই যৌন হয়রানির চিত্র প্রায় একই রকম। এবার প্রকাশ্যে যৌন হয়রানির শিকার হলেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী আশমিতা কারনানি।

জানাগেছে, তেলেগু অভিনেত্রী আশমিতা গাড়িতে বাড়ি ফেরার সময় বাইক চড়া দুই যুবক তার পিছু নেয়, এবং আশমিতা কারনানিকে হেনস্থা করে। এরপর ওই দুই যুবক অশ্লীল অঙ্গভঙ্গি করতে থাকে। গাড়ি থামানোর কথা বলে ওই দুই যুবক।

তাকে প্রকাশ্যে যৌন হয়রানি করায় ওই দুই যুবকের নামে পুলিশের কাছে অভিযোগ জানান আশমিতা। কিন্তু পুলিশ কাজের কাজ কিছুই করেত পারেনি। এদিকে, আশমিতা এই হেনস্থার ঘটনার পুরোটাই ফোনে ভিডিও করে রাখেন। সেই ভিডিও তার ফেসবুকে আপলোড করে সাধারণ মানুষের সাহায্য চান আশমিতা। সেই থেকেই ফেসবুকে ওই বখাটে দুই যুবকের খোঁজে খোঁজ পরে যায়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.