রাজশাহী কিংসের এয়ারলাইন্স পার্টনার নভোএয়ার

রাজশাহী কিংসের এয়ারলাইন্স পার্টনার নভোএয়ার।

বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এর ষষ্ঠ আসর শুরু হবে আগামী ৫ই জানুয়ারি। এবারের আসরের অন্যতম জায়ান্ট দল রাজশাহী কিংসের এয়ারলাইন্স পার্টনার হিসেবে যোগ দিয়েছে দেশের শীর্ষ বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। গতকাল রাজধানীর একটি হোটেলে নভোএয়ার ও রাজশাহী কিংসের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। নভোএয়ারের হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস মেজবাউল ইসলাম ও রাজশাহী কিংসের চেয়ারম্যান হাফিজুর রহমান খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় বাংলাদেশ জাতীয় দল ও রাজশাহী কিংসের দুই তারকা মোস্তাফিজুর রহমান এবং সৌম সরকার উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেখানে জানানো হয়, নভোএয়ার সামাজিক দায়িত্ববোধ থেকে সব সময়ই নানা ধরনের খেলার পৃষ্ঠপোষকতা করে আসছে। সেই ধারাবাহিকতায় দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট ও আকর্ষণীয় আয়োজন বিপিএলের ষষ্ঠ আসরে সম্পৃক্ত হয়েছে নভোএয়ার।

এবারের আসরে ভালোকিছুর লক্ষ্য নিয়েই মাঠে নামবে রাজশাহী কিংস। দলে টানা হয়েছে দেশি আর বিদেশি তারকাদের। উদ্বোধনী দিনে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সাকিব আল হাসানের ঢাকা ডাইনামাইটসের বিপক্ষে খেলতে নামবে সৌম্য-ফিজদের রাজশাহী কিংস।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.