ঐশ্বরিয়া অভিনয়ের প্রস্তাব প্রত্যাখান করেন যেসব সিনেমায়

0_79221বলিউডের সফল অভিনেত্রীদের মধ্যে একজন ঐশ্বরিয়া। তার অভিনীত সিনেমার তালিকা অনেকের কাছেই ঈর্ষণীয়। তবে ক্যারিয়ারে আরো বেশ কিছু হাই প্রোফাইল সিনেমা ফিরিয়েও দিয়েছেন তিনি।

বলিউডে ১৯৯৬ সালে মুক্তি পায় রাজা হিন্দুস্থানি। এই সিনেমাটি সেসময় ব্যাপক হিট হয়। তবে এই সিনেমায় পরিচালকের ইচ্ছে ছিল ঐশ্বরিয়াকে নেওয়ার। কিন্তু ঐশ্বরিয়া অফার ফিরিয়ে দিলে শেষমেশ কারিশমা কাপুর এই সিনেমায় অভিনয় করেন এবং সিনেমাটি সুপারহিট হয়।

১৯৯৮ সালের কুছ কুছ হোতা হ্যায় সিনেমায় টিনার চরিত্রে অভিনয় করার ছিল ঐশ্বরিয়ার। কিন্তু এই সিনেমাও ফিরিয়ে দেন তিনি। তার পরিবর্তে সিনেমাটিতে টিনা চরিত্রে অভিনয় করেন রানি মুখার্জি। এটিও সফল হয়।

আশোকা সিনেমায় কারিনা কাপুরের অভিনয় সকলেই খুব প্রশংসা করেছেন। সিনেমাটি খুব একটা হিট না হলেও কারিনার ক্যারিয়ার গ্রাফ কিন্তু এই সিনেমার হাত ধরেই ওপরে উঠেছিল। এই সিনেমাতে অভিনয় করার কথা ছিল ঐশ্বরিয়ার। কিন্তু এই সিনেমার অফার ফিরিয়ে দিয়েছিলেন তিনি।

২০০৩ সালে মুন্নাভাই এমবিবিএস সিনেমায় শাহরুখ ও ঐশ্বরিয়াকে অফার দেয়া হয়েছিল। কিন্তু তারা দুজনেই এই সিনেমাকে না করে দেন। তারপরেই এই সিনেমায় অভিনয় করেন সঞ্জয় দত্ত ও গ্রেসি সিং। পরে এই সিনেমাটি বলিউডের বেস্ট কমেডি সিনেমার তালিকায় আসে।

২০০৬ সালের মুক্তি পাওয়া কর্পোরেট সিনেমায় ঐশ্বরিয়ার অভিনয়ের কথা ছিল। কিন্তু তিনি সিনেমাটি ছেড়ে দিলে সুযোগ পান বিপাশা বসু। এই সিনেমায় অভিনয়ের জন্য ব্যাপক প্রশংসিত হোন বিপাশা।

হরর ফিল্ম ভুল ভুলাইয়া-তেও না করে দেন ঐশ্বরিয়া। এ বছরেই মুক্তিপ্রাপ্ত বদলাপুর সিনেমায় ইয়ামি গৌতমের আগে ঐশ্বরিয়াকে অফার করা হয়েছিল। সিনেমাটির স্ক্রিপ্ট পছন্দ হলেও শেষে এই সিনেমাটিকেও না করে দেন ঐশ্বরিয়া।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.