সুপারস্টার সালমান খানের পাঁচ বছরের কারাদণ্ডের সাজা মেনে নিতে পারেনি বলিউড তারকারা। এ ঘটনায় সালমানের পাশে দাঁড়িয়েছেন করণ জোহর, সুভাষ ঘাই, বিপাশা বসু, সোনাক্ষী সিনহাসহ বলিউডের বেশিরভাগ সেলিব্রিটি। রীতিমতো তারা চ্যালেঞ্জ জানিয়েছেন বিচারব্যবস্থাকে!
কিন্তু এসবের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মানবাধিকার কর্মী ইন্দু প্রকাশ সিং। বলিউডের যে যে সেলিব্রিটি সালমান খানের পাশে দাঁড়িয়েছেন, আদালতের রায়ের সমালোচনা করে অভিজিতের মতো মন্তব্য করেছেন, তাঁদের বয়কট করার ডাক দিয়েছেন তিনি।
তিনি বলেন, “বলিউড কি ভারতের অংশ নয়? বলিউড কি ভারতীয় সংবিধানের ঊর্ধ্বে? সালমান অপরাধ করেছেন; আর বিচারব্যবস্থা কাউকে ছেড়ে কথা বলে না।”
২০০২ সালে এক পথচারীকে গাড়ি চাপা দিয়ে হত্যার অভিযোগে এ রায় দেয়া হয়। ওই ঘটনায় আরো চারজন আহত হয়েছিলেন।