যৌন নির্যাতনের অভিযোগ উঠল ঐশ্বরিয়ার নাচ শেখানো কোরিওগ্রাফার শামক দাভরের বিরুদ্ধে। দাভর অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন।
ব্রিটিশ কলম্বিয়ার সুপ্রিম কোর্টে দাভরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তাঁর দুই নৃত্যশিল্পী।
দাভর বলেন, “এই ঘটনা সত্যি নয়। তিনি আরও বলেছেন ওই দুই মহিলা তাঁর চরিত্র, জনপ্রিয়তা, খ্যাতিতে কালিমালিপ্ত করতে চাইছে।”
কানাডায় একটি আধ্যাত্মিক সংস্থার সাথে যুক্ত ছিলেন কোরিওগ্রাফার শামক দাভর। উত্তর ভ্যাঙ্কুভারের বাসিন্দা দুই নৃত্যশিল্পীর অভিযোগ, ওই আধ্যাত্মিক সংস্থায় যুক্ত থাকার সুবাদে তাঁরা দীর্ঘদিন ধরে শামক দাভরের যৌন নির্যাতনের শিকার হয়েছেন।