এবার কোরআন হাতে লিন্ডসে লোহান

sh..4_80574বিতর্কিত গ্ল্যামার জীবন নিয়েই পরিচিত লিন্ডসে লোহান। আবার এর মধ্যেই ধর্মের পেছনেও ছুঁটে বেড়ানো। ধর্ম সম্পর্কে ‘জানার আগ্রহে’ ইতোমধ্যে খ্যাতিও পেয়েছেন। খ্রিষ্টান, ইহুদি এবং বুদ্ধ ধর্মের পর এবার জানতে চান ইসলাম সম্পর্কে। সর্বশেষ তাকে দেখা গেল কোরআন হাতে।

লিন্ডসে লোহানের জন্ম ক্যাথলিক খ্রিষ্টান পরিবারে। ছোট বেলায় তার গলায় ঝুলতো ক্রুশের চিহ্ন। এরপর তাকে দেখা গেছে ইহুদিদের রেড স্ট্রিং ব্র্যাচলেট ‘কাবালাহ’ পরতেও। গত ২০১২ সালে ‘কান্ট্রি লাভস বুদ্ধিস্ট’ নামে একটি গ্রুপের সঙ্গেও ছিলেন কিছুদিন।

তবে এবার ব্রিটিশ পত্রিকা দ্য ডেইলি মেইল জানিয়েছে, কোরআন হাতে দেখা গেছে এই মার্কিন তারকাকে। নিউইয়র্কে আদালত-নির্দেশিত ‘কমিউনিটি সার্ভিস’ পালন শেষে তাকে কোরআন হাতে বের হতে দেখা যায়।

প্রসঙ্গত, ২০১২ সালে অনিয়ন্ত্রিতভাবে গাড়ি চালানো এবং পুলিশের কাছে মিথ্যা তথ্য দেয়ার কারণে আদালত লিন্ডসে লোহনকে ১২৫ ঘণ্টার ‘কমিউনিটি সার্ভিস’ প্রদানের সাজা দেয়। এখন সেই সাজা পালন করছিলেন তিনি। – See more at:

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.