ভারত-চীন সম্পর্ক আরো মজবুত করতে এগিয়ে এসেছে বলিউড। তাই এবার একসাথে তিনটি নতুন সিনেমাতে অভিনয় করতে দেখা যাবে বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান ও হংকং-য়ের মার্শাল শিল্পী তথা অ্যাকশন-কমেডি হিরো জ্যাকি চ্যানকে।
চিনের ‘ফিল্ম রেগুলেটর’-এর তরফ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
ইন্দো-চীন যৌথ উদ্যোগে পরপর তিনটি ছবিতে অভিনয় করবেন আমির খান এবং জ্যাকি চ্যান।
চিনের মার্শাল আর্ট এবং ভারতের ঐতিহ্যকে কেন্দ্র করে তৈরি হবে প্রথম ছবি ‘কুংফু যোগ’। বৌদ্ধ সাধক জুয়ান ঝ্যাঙের জীবনকথা নিয়ে তৈরি হবে দ্বিতীয় ছবিটি।
সতেরো বছর ধরে পদব্রজে গোটা ভারত ঘুরেছিলেন এই বৌদ্ধ ভিক্ষু। ষষ্ঠ শতকের গোড়ার দিকে ভারত-চীন সম্পর্ক নিয়ে ‘গ্রেট ট্যাং রেকর্ডস’ নামে তাঁর একটি বইও রয়েছে। যৌথ প্রযোজনার তৃতীয় ছবির নাম ঠিক হয়েছে- ‘দ্য নাও তিয়ান ঝু’।
আমির খান ভারতের একজন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, পরিচালক, চিত্রনাট্য লেখক এবং টেলিভিশন উপস্থাপক। তিনি চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং সাতটি ফিল্মফেয়ার পুরস্কারসহ অসংখ্য পুরস্কার এবং মনোনয়ন অর্জন করেছেন।
তিনি ভারত সরকার কর্তৃক ২০০৩ সালে পদ্মশ্রী এবং ২০১০ সালে পদ্মভূষণ পদকে সম্মানিত হন।
এছাড়াও তিনি নিজস্ব উদ্যোগে চলচ্চিত্র প্রযোজনা সংস্থা আমির খান প্রোডাকশন্স প্রতিষ্ঠা করেছেন।