সৈয়দপুর-ঢাকা রুটে আরো একটি যাত্রীবাহী বিমান চালু হচ্ছে। চলতি মাসের ২৬ তারিখ ওই যাত্রীবাহী বিমানটির যাত্রা শুরু হবে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানটি সকাল ১০টায় সৈয়দপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে। আবার সোয়া এগারটায় বিমানটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। বিমানটিতে আসন সংখ্যা থাকছে ৭৪টি। এই বিমানে ইকোনমি ক্লাসে ৩ হাজার ১শ’, বাণিজ্যিক ক্লাসে ৩ হাজার ৫শ’ ও ভিআইপি টিকেটের মূল্য ৩ হাজার ৯শ’ টাকা রাখা হয়েছে। ইতোমধ্যে জাতীয় পতাকাবাহী বিমান ময়ুরপঙ্খী সপ্তাহে বৃহস্পতি, শনি ও সোমবার এ রুটে চলাচল করছে।