বিমানে হামলার ভয়ে…

vxvইউনাইটেড এয়ারলাইনসের বিমানে যাচ্ছিলেন তেহেরা আহমেদ নামের এক মুসলিম নারী। যাত্রাপথে বিমানবালা তাকে মুখ খোলা ডায়েট কোক দিতে চাইলে তিনি জানান, মুখ খোলা কোক তিনি চান না। মুখ বন্ধ ক্যান দেয়ার জন্য অনুরোধ করলেও বিমানবালা মুখবন্ধ ক্যান দিতে অস্বীকৃতি জানান। মুখ খোলা ক্যান নিতে না চাইলে ডায়েট কোক দেয়া হবে না বলেও সাফ জানিয়ে দেন ঐ বিমানবালা। কিন্তু তার পাশে বসা এক যুবককে যখন মুখবন্ধ কোক দেয়া হয় তখন বিষয়টি জানতে চাইলে বিমানের এক কর্মকর্তা বলেন, হামলার ভয়েই তেহেরাকে মুখখোলা ক্যান দিতে পারবেন না। এ ঘটনায় বৈষম্যের অভিযোগ এনে ফেসবুকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন তেহেরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুসলিম আন্দোনকারীরা এটিকে ‘অমার্জনীয়’ বলে আখ্যায়িত করেন। মুসলিম যাত্রীর প্রতি বৈষম্য করায় ঐ এয়ারলাইনসের বিমান বর্জনেরও অঙ্গীকার করেন তারা। যদিও এ ঘটনার পর ঐ নারীর সাথে যোগাযোগ করে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.