মার্কিন বাহিনীর প্রথম নারী অধিনায়ক হচ্ছেন লোরি রবিনসন

lori_BG_731196891প্রথমবারের মতো একজন নারী অধিনায়ক পেতে চলেছে মার্কিন সেনাবাহিনী।

শুক্রবার (১৮ মার্চ) জেনারেল লোরি রবিনসনকে মার্কিন উত্তরাঞ্চলীয় কমান্ডের (ইউএস নর্দার্ন কমান্ড) কমান্ডার হিসেবে মনোনয়ন দেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টার। তবে এখনই তার নিয়োগ চূড়ান্ত হচ্ছে না। সিনেটে প্রথমে প্রস্তাবটি পাস হতে হবে।

জেনারেল লোরিকে যে পদের জন্য সুপারিশ করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী, তা দেশটির সেনাবাহিনীতে অত্যন্ত উচ্চপর্যায়ের একটি পদ। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কমান্ডার হিসেবে দায়িত্বরত। ১৯৮২ সালে তিনি বিমান বাহিনীতে যোগ দেন।

মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, উত্তর আমেরিকা অঞ্চলে মার্কিন নর্দার্ন কমান্ডের দায়িত্বে এতদিন ছিলেন অ্যাডমিরাল বিল গর্টনি। এ দায়িত্বে তিনি ২০১৪ সাল থেকে আছেন।

গত বছর ডিসেম্বর মাসে মার্কিন বাহিনীতে সম্মুখ সমরে নারীদের নিয়োগের বিষয়টি সুসংহত করেন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টার। ফলে দেশটির সেনাবাহিনীতে নারীদের জন্য ২ লাখ ২০ হাজার পদ উন্মুক্ত হয়ে যায়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.