ইন্ডিগোর ১০ বিমানে বোমাতঙ্ক, দিল্লি বিমানবন্দরে সতর্কতা

indigo-main20160323124939ভারতের বেসরকারি বিমানসংস্থা ইন্ডিগোর ১০টি বিমানে বোমা হামলার হুমকির পর ব্যাপক তল্লাশি শুরু করেছে কর্তৃপক্ষ। ইন্ডিগোর এসব বিমানে বোমা রাখা আছে এমন হুমকি পাওয়ার দিল্লি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে।

দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, বোমা হামলার হুমকির পর শ্রীনগর থেকে দিল্লিগামী ইন্ডিগোর ৬ই৮৫৩ ফ্লাইটে দিল্লির ইন্দিরাগান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তল্লাশি চলছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, চেন্নাইয়ের ইন্ডিগোর কল সেন্টারে বুধবার সকাল ১০টার দিকে টেলিফোনে বোমার হুমকি দেওয়া হয়। এরপরই দিল্লি বিমানবন্দরে ‘ইন্ডিগো’র ওই ১০ বিমানে তল্লাশি শুরু হয়েছে। ডেপুটি পুলিশ কমিশনার দিনেশ কুমার গুপ্ত ইন্দো এশিয়ান নিউজ অ্যাজেন্সিকে বলেন, বিমানের সব যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে ও বিমানে তল্লাশি চলছে।

এর আগে মঙ্গলবার জেট এয়ার ওয়েজের অন্তত পাঁচটি বিমানে বোমা রাখা আছে বলে টেলিফোনে ভূয়া হুমকি দেওয়া হয়। পরে জেট এয়ার ওয়েজের ওই পাঁচটি বিমানে ব্যাপক তল্লাশি চালায় কর্তৃপক্ষ।

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের বিমানবন্দরে মঙ্গলবার জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হামলায় ১৪ জনের প্রাণহানির পর ভারতের প্রধান কয়েকটি বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.