নতুন আইনে দেশের বাইরে যুদ্ধ করতে পারবে জাপানে

2016_03_29_17_25_19_938eN5VDrwGASCd1seIf5V1zbyiTam_originalযুদ্ধ নিয়ে নতুন আইন পাস করেছে জাপান। জাপানের সেনাবাহিনী যাতে আত্মরক্ষার প্রয়োজন ব্যতিত অন্য যে কোনো কারণে দেশের বাইরেও যুদ্ধ করতে পারে সেজন্য তারা নতুন একটি নিরাপত্তা আইন জারি করেছে। তবে সমালোচকরা বলছেন এতে করে দেশটির শান্তিবাদী সংবিধান থেকে মারাত্মক বিচ্যুতি ঘটবে।

১৯৪৫ সালের পরে আত্মরক্ষা ব্যতিত অন্য কোনো কারণে যুদ্ধে জড়ানোর উপরে নিষেধাজ্ঞা ছিল জাপানে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম তারা দেশের বাইরে গিয়ে যুদ্ধ করতে পারবে এবং আন্তর্জাতিক শান্তি অভিযানে অংশ নিতে পারবে।

নতুন এই আইন গত বছর পাস করা হয়েছিল জাপানের সংসদে। দেশব্যাপী এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ হলেও মঙ্গলবার থেকে আইনটি কার্যকর হয়েছে।

আন্তর্জাতিক মহলে নিজেদের সশস্ত্র বাহিনীর অবস্থান উন্নত করার লক্ষ্যে জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে এবং প্রতিরক্ষামন্ত্রী গেন নাকাতানি এই আইনের পক্ষে অবস্থান নিয়েছেন।

গত সোমবার প্রধানমন্ত্রীর বাসভবনের সামনেও বিক্ষোভ করে অনেকে। সামরিক শক্তি বৃদ্ধিতে তাদের বিক্ষোভকে উপেক্ষা করায় তারা সরকারের প্রতি হতাশ। জাপানের বেশিরভাগ তরুণই এই আইনের বিপক্ষে অবস্থান নিয়েছে। তাদের মতে, এই আইনের ফলে তাদের শান্তিপ্রিয় দেশে নতুন করে অশান্তি নেমে আসবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.