স্পেনে বাংলাদেশী পাসপোর্টের জন্য হাহাকার

স্পেনে বাংলাদেশী পাসপোর্টের জন্য হাহাকার লেগে গেছে। বছর পেরিয়ে গেলেও বাংলাদেশি পাসপোর্ট মিলছে না। ভুক্তভোগীরা পড়ছে চরম ভোগান্তিতে। দূতাবাসের আপ্রাণ চেষ্টা থাকলেও সাড়া দিচ্ছে না বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর।

অনেকে প্রবাসী বাংলাদেশিরা স্প্যানিশ রেসিডেন্ট কার্ড রিনিউ করতে পারছে না বাংলাদেশি পাসপোর্ট না পাওয়ায়। এতে করে অনেকের অবৈধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অবৈধ হলে বাংলাদেশে বৈধ ভাবে রেমিটেন্স পাঠানোর সুযোগ নেই।

গতবছর ভুক্তভোগীরা প্রবাসীকল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, বর্তমান পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের কাছে সরাসরি বিষয়টি সমাধানের অনুরোধ করলে তারা আশ্বাস দেন বিষয়টি সমাধান করবেন। কিন্তু বছর পেরিয়ে গেলেও সমাধান হয়নি বাংলাদেশ দূতাবাস কর্তৃক সুপারিশকৃত আটকে থাকা পাসপোর্ট গুলোর। বাংলাদেশি পাসপোর্ট না পাওয়ায় চরম হতাশা এবং ভবিষ্যত অনিশ্চয়তায় আছেন ভুক্তভোগীরা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.