বিমান কীভাবে উড়ে? (ভিডিও)

forcesঅনেকেই নিয়মিত বিমানে যাতায়াত করে থাকেন, কিন্তু এর মধ্যে কতজন সঠিকভাবে ব্যাখা দিতে পারবেন যে, বিমান কীভাবে মাটি থেকে আকাশে উড্ডয়ন করে এবং আকাশে চলাচল করতে পারে?

যা হোক, হতাশ হওয়ার কিছু নেই। কারণ দারুণ এক অ্যানিমেশন ভিডিও থেকে এবার সহজেই সম্পূর্ণ জেনে নিতে পারবেন যে, বিমান কীভাবে টেক অফ করে এবং ল্যান্ডিংয়ের আগ পর্যন্ত কীভাবে অনেক ঘণ্টা ধরে তা আকাশে থাকে।

বিমানের ব্যবহৃত কিছু শব্দ ড্রাগ, ট্রাস্ট, লিফট, ওয়েট, পিচ, প্রভৃতি আপনি শুনে থাকবেন। কিন্তু হয়তো এটা জানেন না যে, সেগুলো কীভাবে কাজ করে।

ইউটিউবের জনপ্রিয় চ্যানেল ‘রকেট সাইন্স’-এ ৬ মিনিটের একটি অ্যানিমেশন ভিডিও রয়েছে, যেখানে দারুন ভাবে উপস্থাপন করা হয়েছে বিমানের তথ্যগুলো। জানার জন্য দেখুন ভিডিওটি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.