সামরিক ক্ষেত্রে নিজেদেরকে আরও শক্তিশালী করার জন্য নতুন করে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সংস্থা বা এমডিএ’র জন্য ৩৮০০ কোটি ডলার বরাদ্দ করছেন মার্কিন প্রসিডেন্ট।
আগামী ২০২০ সাল পর্যন্ত ক্ষেপণাস্ত্র বিষয়ক কর্মকা- চালিয়ে যাওয়ার জন্য এই অর্থ বরাদ্দ করা হয়েছে।
যদিও গত আট বছরে শুধুমাত্র একবারই লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ছুটে আসা আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পরীক্ষায় সফল হয়েছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বা বিএমডিএস। এই ব্যবস্থা তৈরি করে এমডিএ।
বিএমডিএস উন্নয়ন এবং মোতায়েন খাতে বিএমডি-কে ২০০২ সাল পর্যন্ত ১২ কোটি ৩০ লাখ ডলার দেয়া হয়েছিল। কিন্তু এমডিএ’কে নতুন করে ফের কেন টাকা দেয়া হচ্ছে এ নিয়ে ইতিমধ্যে অনেকে প্রশ্ন তুলতে শুরু করেছে। যেখানে একবার মাত্র এমডিএ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হয়েছে, সেখানে এই পরিমাণ টাকা খরচ করা নিয়েও ইতিমধ্যে প্রশ্ন তুলেছে অনেকে।