ট্রাম্পের স্ত্রীর বিবাহবর্হিভূত যৌন সম্পর্ক!

000-Recoveredযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের সাবেক দেহরক্ষীর সঙ্গে যৌন সম্পর্ক ছিল ট্রাম্পের প্রথম স্ত্রী মার্লা ম্যাপলসের। আর এ কারণেই ট্রাম্পের দেহরক্ষীর চাকরি হারান স্পেনসার ওয়াগনারের। সম্প্রতি স্পেনসারের স্ত্রী মেরি মিলার এক সাক্ষাৎকারে জানিয়েছেন এ তথ্য।

যুক্তরাজ্য ভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইলে প্রকাশিত সংবাদে বলা হয়, ১৯৯৩ সালে তত্কালীন অভিনেত্রী সুন্দরী মার্লা ম্যাপলস-কে বিয়ে করেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তখন ট্রাম্পের দেহরক্ষীর কাজে নিযুক্ত ছিলেন স্পেনসার ওয়াগনার। বিয়ের কিছু দিন পর থেকেই স্পেনসারের প্রতি আকষ্ট হয়ে পড়েন মার্লা। পার্টি করতে ভীষণ ভালোবাসতেনব তিনি। আর ‘মনিবের’ স্ত্রী যাতে কোনো সমস্যা না পড়েন তা দেখতে হতো স্পেনসারকেই। অনেক রাত পর্যন্ত পার্টি করার পর অধিকাংশ দিনই স্পেনসারই মার্লাকে সুরক্ষিতভাবে বাড়ি পৌঁছে দিতেন। এর মধ্যেই স্পেনসারের প্রতি আকর্ষণ বাড়ছিল মার্লার।

১৯৯৬ সালের ১৬ এপ্রিল ফ্লোরিডার পাম বিচে দু’ জনকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে টহলরত কিছু পুলিশ। প্রথমে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে আসল পরিচয় জানার পর ‘ফাইন’ নিয়ে ছেড়ে দেওয়া হয় তাদের। কিন্তু ততক্ষণে যা হওয়ার তা হয়ে গিয়েছে। দাবানলের মতো খবর ছড়িয়ে পড়ে লোকের মুখে মুখে। সঙ্গে সুযোগ-সন্ধানী সাংবাদিকরাও পেছনে পড়ে থাকেন ট্রাম্পের পরিবার এবং স্পেনসারের পেছনে। কিন্তু দু’ জনেই তখন নিজেদের সম্পর্ক অস্বীকার করেন। ঘটনার চার মাস বাদে চাকরি যায় স্পেনসারের। এবং এক বছর বাদে আলাদা হয়ে যান মার্লা এবং ট্রাম্প। বছর তিনেক বাদে ডিভোর্স হয়ে যায় তাদের।

প্রভাবশালী ট্রাম্পের কাছ থেকে চাকরি যাওয়ার পর আর কেউই স্পেনসারকে চাকরি দিতে রাজি ছিলেন না। ফলে বেকার হয়ে পড়েন তিনি। তেমনই এক সময় মুখ ফস্কে নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেন স্পেনসার। তিনি জানিয়েছিলেন, মার্লা রীতিমতো তার প্রতি আসক্ত ছিলেন। বহু বার তাদের মধ্যে যৌন সম্পর্ক হয়েছে।

২০১২ সালে অতিরিক্ত ড্রাগ নেওয়ার ফলে মৃত্যু হয় স্পেনসারের।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.