আজাদের কবিতা : কবুল

মুহাম্মদ একে আজাদ

তুমি আর আমি একান্তে একেবারে নির্জনে
বড়ই নির্জনে বসে একা একা ভেবেছিলাম
কবুল? সেটা কি? কেন? কি ভাবে বলব?
তোমার আর আমার আপনজনেরা ঠিক করল
সেই মহেন্দ্রক্ষনটি ১০ আগষ্ট ২০০১ ইং।
আমি বলেছিলাম কবুল আল্লাহর নামে
একইভাবে তুমিও বলেছিলে সেই ক্ষনে।
কবুলের মাধ্যমে তুমি আমার আর আমি তোমার
জীবন-মরনের অস্থিত্বের অংশীদার হলাম।
আমি কবুল বলেছিলাম যখন
তোমার সখ্যতা পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠলাম তখন।
দু’জন দু’জনের খুব কাছিকাছি
কিন্তু অ———নে———-ক দুরে বসে আছি পাশাপাশি।
আড় চোখে কত ব্যার্থ চেষ্টাইনা করেছিলাম তোমায় দেখার
সফল হয়েছিলাম হয়ত দুই একবার।
মালা বদলের পালায় তোমার সেকি লজ্জা
আজো আমায় হাসায় তোমার সেই সজ্জা।
আজো কি আমায় লজ্জা পাবে তেমনি?
পরিচয়ের প্রথম বেলায় পেয়েছিলে যেমনি?
কবুলের মাঝে ছিলনা কোন ভুল
ছিল ফুল, ফুল আর ফুল।
কবুল ! কবুল! বারে বারে তোমাকেই শুধু জানাই কবুল
ও-হে আমার হ্রদয়ের ফুল।
কবি পরিচিতি : মুহাম্মদ একে আজাদ-এম কম ফাইনান্স
পুলিশ কমিউনিকেশন অফিসার নিউইর্য়ক,পুলিশ ডির্পাটম্যান্ট।

প্রকাশ: ১০ অক্টোবর ২০২১ ইং

নিউইর্য়ক।
20 years Anniversary
আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.