ভারতে বাড়ল পেট্রল, ডিজেল ও গ্যাসের দাম

ভারতে প্রায় তিন মাস পর আবারও বেড়েছে পেট্রল, ডিজেল ও গ্যাসের দাম। পেট্রল ডিলার্স অ্যাসোসিয়েশনের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ৮৪ পয়সা বেড়ে পেট্রলের দাম লিটারপ্রতি ১০৫ দশমিক ৫১ রুপি হয়েছে। এছাড়া ডিজেলের দাম লিটারপ্রতি ৮৩ পয়সা বেড়ে হয়েছে ৯০ দশমিক ৬২ রুপি। ৫০ টাকা বেড়ে প্রতি সিলিন্ডার গ্যাসের দাম হয়েছে ৯৭৬ রুপি।

মঙ্গলবার (২২ মার্চ) থেকে কার্যকর হয় নতুন মূল্য।

প্রতিবেদনে বলা হয়, রোববার (২০ মার্চ) শিল্পক্ষেত্রে এক ধাক্কায় ডিজেলের দাম লিটারে বেড়েছে ২৫ টাকা।
কিন্তু পেট্রল পাম্পে ডিজেলের দাম অপরিবর্তিত ছিল।
রোববার দেশটির রাজধানী দিল্লিতে পেট্রল পাম্পে প্রতি লিটার ডিজেলের দাম ৮৬ রুপি ৬৭ পয়সা। তবে শিল্পক্ষেত্রে এক লিটার ডিজেলের দাম ১১৫ রুপি।
মুম্বাইয়ে এই দাম হয়েছে ১২২ রুপি ৫ পয়সা।

প্রসঙ্গত, ইউক্রেনে সামরিক অভিযান চালানোর জন্য রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার কারণে বিশ্ব বাজারে তেলের দাম ১৩৯ ডলারে উঠেছিল।
বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারী দেশ হিসেবে ভারত উদ্বেগে ছিল।

বিশেষেজ্ঞরা ধারণা করছিলেন, ভারতের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরই জ্বালানির দাম বাড়ানোর পথে হাঁটবে কেন্দ্রীয় সরকার।
গত ১০ মার্চ নির্বাচনের ফল প্রকাশের পর তেমনটিই ঘটল।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.