এবার ঝড় তুলেছে শাকিবের ‘প্রিয়তমা’র গান ‘কুরবানি কুরবানি’

ঈদের সিনেমা ‘প্রিয়তমা’র এক বিশেষ লুক দিয়ে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান দর্শকদের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছিল। এরই মধ্যে গতকাল শনিবার সন্ধ্যায় প্রকাশ পেয়েছে ‘কুরবানি কুরবানি’ শিরোনামে এই সিনেমার একটি গান। সেটিও ঝড় তুলেছে।

এসকে ফিল্মসের ইউটিউব প্ল্যাটফরমসহ শাকিব খানের ফেসবুক পেজেও প্রকাশ করা হয়েছে গানটি। প্রকাশের পর পরই সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয় গানটি।

‘কুরবানি কুরবানি’ গানের কথা লিখেছেন কলকাতার আকাশ সেন। সুর করার পাশাপাশি গানটি গেয়েছেনও তিনি।

জানা যায়, ঢাকার এফডিসি ও নারায়ণগঞ্জের পানাম সিটিতে সেট বানিয়ে তিনদিন ধরে এই গানের শুটিং করা হয়েছে।

গান প্রকাশের পর ‘প্রিয়তমা’র পরিচালক হিমেল আশরাফ বলেন, ‘তিনটি লুক সিনেমাপ্রেমীরা যেভাবে পছন্দ করেছেন, তা আমাদের মুগ্ধ করেছে। এবার গানটিও তারা দারুণভাবে গ্রহণ করেছেন। গানটি নিয়ে সবার যে উচ্ছ্বাস, তাতে মনে হয়েছে, আমাদের পরিশ্রম সার্থক।

প্রিয়তমা’য় শাকিবের বিপরীতে রয়েছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। আরও রয়েছে, কাজী হায়াৎ, লুৎফর রহমান জর্জ, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবীসহ অনেকে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.