হঠাৎ কেন আড়ালে চলে গিয়েছেন ক্যাটরিনা কইফ?

ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল বলিউডের অন্যতম চর্চিত জুটি। ২০২১ সালের ৯ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়েন তারা। বিয়ের দুই বছর হতে চলল, একে অপরের হাত ধরে বেশ কাটছে জীবন। তবে বিয়ের পর থেকে গণমাধ্যমের মুখোমুখি হওয়া কমিয়ে দিয়েছেন ক্যাটরিনা। হঠাৎ কেন এ সিদ্ধান্ত? প্রকাশ্যে এলো আসল কারণ।

প্রথমে শোনা গিয়েছিল অভিনেত্রী নাকি অন্তঃসত্ত্বা। এ বছর সালমান খানের বাড়ির ঈদের অনুষ্ঠান থেকে বের হওয়ার সময় ক্যাটরিনাকে দেখে এমন গুজব ছড়ায়। খবর আনন্দবাজারের।

শোনা যায়, পরিবার পরিকল্পনা নাকি শুরু করেছেন ইতোমধ্যেই। সে কারণেই নাকি সংবাদমাধ্যম থেকে নিজেকে আড়াল করে রেখেছেন।

কিন্তু অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রের খবর, এ মুহূর্তে বেশ কিছু ভালো কাজের প্রস্তাব রয়েছে তার হাতে; যার মধ্যে অন্যতম হচ্ছে ‘টাইগার-৩’।

২০১৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘টাইগার’ ফিল্ম সিরিজের দ্বিতীয় ছবি ‘টাইগার জিন্দা হ্যায়’। এবার মুক্তি পেতে চলেছে ‘টাইগার-৩’।

এ ছবির আগে সংবাদমাধ্যমের সামনে খুব বেশি আসতে চাইছেন না অভিনেত্রী। তাই এ লুকিয়ে থাকাটা অভিনেত্রীর সচেতন সিদ্ধান্ত।

সম্প্রতি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবির প্রিমিয়ারে স্বামী ভিকিকে নিয়ে উপস্থিত হন। তবে অল্প সময়ের জন্যই ছিলেন। বরাবর নিজের ব্যক্তিগত জীবন আড়ালে রাখতেই পছন্দ করেন ক্যাটরিনা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.