যুক্তরাষ্ট্রের ভয়াবহ বন্দুক হামলা হয়েছে। এতে নিহত বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৫০ থেকে ৬০ জন। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য মেইনে পৃথক তিনটি স্থানে এ গতকাল বুধবার (২৫ অক্টোবর) এ হামলা হয়। লুইস্টন পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
রাতে রাজ্য পুলিশ জানায়, শহরে একজন বন্দুকধারী সক্রিয় রয়েছে। তারা ওই বন্দুকধারীর খোঁজে ব্যাপক তল্লাশি চালাচ্ছে। তবে তারা আহতের সংখ্যা জানায়নি পুলিশ।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মেইন স্টেট পুলিশ জানায়, লুইস্টনে একজন বন্দুকধারী সক্রিয় রয়েছে। আমরা জনগণকে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার অনুরোধ জানাচ্ছি। আপনারা ঘরে অবস্থান করেন এবং দরজা বন্ধ রাখুন। আইনপ্রয়োগকারী সংস্থা বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে।
লুইস্টন পুলিশের মুখপাত্রের বরাতে সান জার্নাল জানিয়েছে, বুধবার পৃথক তিনটি স্থানে বন্দুক হামলা হয়েছে। এগুলো হলো স্পেয়ারটাইম রিক্রিয়েশন বোলিং অ্যালি, স্কিমঞ্জি বার অ্যান্ড গ্রিল রেস্টুরেন্ট এবং ওয়ালমার্ট ডিস্ট্রিবিউশন সেন্টার। এগুলোর মধ্যে বারটি থেকে বোলিং অ্যালি সাড়ে ৬ কিলো উত্তরে এবং ডিস্ট্রিবিউশন সেন্টারটি বার থেকে আড়াই কিলোমিটার দক্ষিণে অবস্থিত।
লুইস্টন পুলিশ সন্দেহভাজন হামলাকারীরর তিনটি ছবি প্রকাশ করেছে। যেখানে তাকে রাইফেল হাতে দেখা গেছে। এছাড়া সাথে সাদা এসইউভি গাড়িও রয়েছে। তারা সন্দেহভাজনের খোঁজে জনগণের সহায়তা চেয়েছে।
মেইনের কেন্দ্রীয় হাসপাতাল হামলায় বহু হতাহতের খবর নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, হাসপাতালে হতাহত অনেকের সেবা দেওয়া হচ্ছে। এছাড়া চিকিৎসাসেবার জন্য সেখানকার অন্য হাসপাতালগুলোর সাথে সমন্বয় করা হচ্ছে।