টানা দ্বিতীয় মাস হিসেবে জানুয়ারিতে ভারতে জেট ফুয়েলের ব্যবহার সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। ধর্মীয় অনুষ্ঠান মহাকুম্ভ উপলক্ষে স্থানীয় ও আন্তর্জাতিক ভ্রমণের ঊর্ধ্বগতি এতে প্রভাব ফেলেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দ্য হিন্দু।
টানা দ্বিতীয় মাস হিসেবে জানুয়ারিতে ভারতে জেট ফুয়েলের ব্যবহার সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। ধর্মীয় অনুষ্ঠান মহাকুম্ভ উপলক্ষে স্থানীয় ও আন্তর্জাতিক ভ্রমণের ঊর্ধ্বগতি এতে প্রভাব ফেলেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দ্য হিন্দু।
দেশটির পেট্রোলিয়াম প্ল্যানিং অ্যান্ড অ্যানালাইসিস সেলের (পিপিএসি) তথ্য অনুযায়ী, গত মাসে ভারতে এভিয়েশন টারবাইন ফুয়েল (এটিএফ) ব্যবহার ২০২৪ সালের জানুয়ারির তুলনায় প্রায় ৯ শতাংশ বেড়ে রেকর্ড ৭ লাখ ৮০ হাজার টনে পৌঁছে।
এর আগের সর্বোচ্চ ব্যবহারের রেকর্ড হয়েছিল গত ডিসেম্বরে। বছর শেষের ছুটির এ মৌসুমে ভ্রমণ চাহিদা বাড়ায় জেট ফুয়েল ব্যবহার ৭ লাখ ৭৮ হাজার টনে পৌঁছে।
প্রতিবেদন অনুসারে, গত বছরের মার্চে বাদ দিলে অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত প্রতিটি মাসেই এটিএফ ব্যবহার রেকর্ড উচ্চতায় ওঠে। ওই সময় গড় ব্যবহার ছিল প্রায় ৭ লাখ ৬৫ হাজার টন।
মহাকুম্ভ উপলক্ষে প্রায় ১৫ লাখ বিদেশীসহ ৪৫ কোটি পর্যটক উত্তর প্রদেশের প্রয়াগরাজে ভ্রমণ করবেন বলে আশা করা হচ্ছে। প্রতি ১২ বছর পরপর এ ধর্মীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রয়াগরাজ এয়ারপোর্ট এক সপ্তাহে ৩০ হাজার ১৭২ যাত্রীকে পরিষেবা এবং ২২৬টি ফ্লাইট পরিচালনা করেছে। এমনকি একদিনে প্রথমবারের মতো পাঁচ হাজারের বেশি যাত্রী পরিবহন করেছে। ভ্রমণের উচ্চ চাহিদার কারণে প্রয়াগরাজগামী ফ্লাইটের ভাড়া দ্রুত বেড়েছে এবার। তবে যাত্রী অসন্তোষের সূত্র ধরে এয়ারলাইনসকে ভাড়া নিয়ন্ত্রণের নির্দেশ দেয় সরকার।
বিশ্বের দ্রুত বর্ধনশীল উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে ভারতে ব্যয়ক্ষমতা বাড়ছে। এর প্রভাবে আকাশপথে ভ্রমণ বাড়ায় এটিএফের চাহিদা এখন ঊর্ধ্বমুখী, যা আগামী অর্থবছরের জন্য দেশটির সরকারের পূর্বাভাসেও প্রতিফলিত হয়েছে। ২০২৬ অর্থবছরে জেট ফুয়েল ব্যবহার বার্ষিক প্রায় ১০ শতাংশ বৃদ্ধির প্রত্যাশা করা হচ্ছে, যা প্রাকৃতিক গ্যাস বাদ দিয়ে পরিশোধিত পেট্রোলিয়াম পণ্যের মধ্যে সর্বোচ্চ।
পিপিএসির পূর্বাভাস অনুসারে, ২০২৬ অর্থবছরে ভারতে এটিএফ ব্যবহার ৯ দশমিক ৮২ শতাংশ বেড়ে ৯৯ লাখ ৫০ হাজার টনে পৌঁছবে, যা আগের অর্থবছরের সংশোধিত পূর্বাভাস ৯০ লাখ ৬০ হাজার টনের তুলনায় বেশি।