‘অতি আগ্রাসী হতে গিয়ে ডুবিয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানরা’

‘অতি আগ্রাসী হতে গিয়ে ডুবিয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানরা’

ব্যাটিং ব্যর্থতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজর প্রথম টি-টোয়েন্টি ম্যাচ ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজকের এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের পেসারদের গতি ব্যবহার করতে পারেনি বাংলাদেশের ব্যাটসম্যানরা। পরিস্থিতি না বুঝে চড়াও হতে গিয়ে বিলিয়ে এসেছে উইকেট। টাইগারদের প্রোটিয়া ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জি এটাকেই ব্যর্থতার মূল কারণ হিসেবে দেখছেন।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বড় হারের জন্য দলের ব্যাটিংকে দুষে দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান ম্যাকেঞ্জি বলেন, ‘আমার মনে হয় না, আমরা যথেষ্ট দ্রুত শিখছি। ইনিংসের শুরুতে কটরেল আর টমাসের বলে বাড়তি গতি ছিল। আমরা জানতামও ওরা দ্রুত গতিতে বল করবে। আমরা নেটে প্রচুর বড় শট অনুশীলন করেছিলাম। তবে আপনার গেম প্ল্যান আর নির্দিষ্ট বোলারের ওপর আপনি কতটা কার্যকর হবেন তার ওপর এর সাফল্য নির্ভর করে। যারা একটু দ্রুত গতির তাদের সামলাতে আপনার একটু স্মার্ট হতে হবে।’

উইন্ডিজের পেস অ্যাটাকের সামনে ১৯ ওভারে মাত্র ১২৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ১৩০ রান তুলতে উইন্ডিজ সময় নেয় মাত্র ১০.৫ ওভার। ক্যারিবীয়দের গতি ব্যবহার করা নিয়ে সাকিবের উদাহারণ টেনে ম্যাকেঞ্জি বলেন, ‘সাকিব দেখিয়েছে যে, আমরা ওদের গতি আরেকটু বেশি ব্যবহার করতে পারতাম। আমার মনে হয়, আমরা অতি আগ্রাসী ক্রিকেট খেলার চেষ্টা করেছিলাম। আমরা যখন বলের গতি ব্যবহার করতে পারতাম তা না করে চড়াও হতে চেয়েছিলাম।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.