প্রতিবন্ধীদের নিয়ে কাজ করবো: পূজা চেরি।
টিনেজ নায়িকা পূজা চেরির সামনে স্কুল ফাইনাল। তাই সব ধরনের কাজ বন্ধ রেখেছেন। ব্যস্ত আছেন পড়াশোনায়। আগামী ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এই পরীক্ষা। সে হিসাবে পূজার হাতে সময় একদম নেই। দিন রাত এখন মনোযোগ শুধু পড়াশোনায়। এরই মাঝে একটু সময় দিলেন পোড়ামন-২ ও দহন খ্যাত এই অভিনেত্রী।
কেমন আছেন?
এমন প্রশ্নের জবাবে উত্তর দিতে হয় ভালো আছি। আসলেই ভালো আছি, তবে পড়াশোনা নিয়ে ব্যস্ত সময় অতিক্রম করছি, সামনে এসএসসি পরীক্ষা- একটু কষ্টের মধ্যে ভালো আছি। অবশ্য কষ্টের ফল নিশ্চই দেবেন সৃষ্টিকর্তা।
অভিনয়ে তো সেটা পেয়েছেন?
হ্যাঁ, বলতে পারেন অনেক বেশি পেয়েছি। ছোট থেকেই স্বপ্ন দেখতাম এমন একজন হবো যাকে কি না সবাই চিনবে, রাস্তা দিয়ে গেলে আমার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকবে। হ্যাঁ সেটাই হয়েছে। এখন রাস্তায় দিয়ে গেলে সবাই বলে ওই দেখ পূজা যায়। এটা এনজয় করি খুব …।
তাহলে তো অনেক অল্প বয়সেই আপনার স্বপ্নপূরণ হয়ে গেছে, এখন তো তাহলে করণীয় কিছু নেই; কী নিয়ে বাঁচবেন এখন?
হি হি হি, ভালো বলেছেন। একটা স্বপ্ন পূরণ হলে আরেকটা স্বপ্ন তৈরি হয়ে যায়। এখন আমার লক্ষ্য একজন ভালো অভিনেত্রী হওয়া। ভালো বলতে অবশ্যই ভালো। আমি যখন থাকবো না তখন মানুষজন যেন বলতে পারে পূজা নামে একজন অভিনেত্রী ছিল, যে দারুণ অভিনয় করতো। মোট কথা আমি এখনো মানুষের মনে অভিনয় দিয়ে দাগ কাটতে পেরেছি কি না জানা নেই। তবে সেটাই লক্ষ্য আমার সামনে।
মানে আপনার ক্যারিয়ার শুধু অভিনয় নিয়েই?
বিষয়টা তেমন নয়। অভিনয়, নাচ আমার ধ্যান জ্ঞান। অভিনয়ে আমার সর্বোচ্চটা দেবো কিন্তু পড়াশোনাও কন্টিনিউ করে যাবো। এছাড়া দৃষ্টিপ্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে আমার কাজ করার ইচ্ছে। এটা নিয়ে দীর্ঘ প্ল্যান আছে। পরিবারের সবাই জানে। আরেকটু সময় যাক, এ নিয়ে এগোবো।
অল্প বয়সে তারকাখ্যাতি পেয়ে গেছেন, অহঙ্কার নেই?
হি হি হি, তারকাখ্যাতি এনজয় করি, এটা আগেই বলেছি। তার মানে মাটিতে পা পড়বে না বিষয়টা কিন্তু তেমন নয়। আমার ভেতর সত্যি অহঙ্কারবোধ নেই। আমি সবার পরিচিত পূজা-ই রয়েছি, থাকতে চাই।
ভালো থাকবেন, সময় শেষ…
কেন? আর বলতে দেবেন না? আচ্ছা অন্যদিন। ভালো থাকবেন। আর সকলকেই আমার জন্য দোয়া করতে বলবেন।
আচ্ছা লিখে দেবো
থ্যাঙ্ক ইউ