নায়িকা না হলে আইনজীবী হতামঃ পূজা চেরি

নায়িকা না হলে আইনজীবী হতামঃ পূজা চেরি।

নায়িকা হিসেবে অভিনয়ের প্রস্তাব পাওয়ায় আপনার অনুভূতি কেমন ছিল এবং আপনার পরিবারের পক্ষ থেকে সমর্থন কেমন ছিল?
পোড়ামন ২ ছবিতে নায়িকা হিসেবে কাজের খুব শখ ছিল। যেদিন প্রযোজক আবদুল আজিজের জন্মদিনে আমার নামটি ঘোষণা করা হয়, আমি লাফিয়ে উঠেছিলাম। কী যে ভালো লেগেছিল, বলে বোঝাতে পারব না! পরিবারের সমর্থন নিয়েই প্রতিটি কাজ করছি। ভালো কাজ করার উত্সাহটা পরিবারের কাছ থেকেই পাই।

নূরজাহান, পোড়ামন-২, দহন—তিনটির মধ্যে কোন সিনেমায় নিজের অভিনয় সবচেয়ে সুন্দর বলে মনে হয়েছে আপনার কাছে?
বিষয়টি দর্শক ভালো বলতে পারবেন। তবে আমার যদি বলতেই হয় তাহলে বলব—দহন।

নায়িকা না হলে কী হতেন?
নায়িকা না হলে হয়তো আইনজীবী হতাম।

নায়িকা হিসেবে আবির্ভূত হওয়ার পর বেশি সুন্দর লাগে আপনাকে, রহস্য কী?
হা হা হা…নায়িকা হওয়ার পর নিজের বেশি বেশি যত্ন নিই, রূপচর্চা করি। দর্শকেরা নায়িকাদের অভিনয়, সৌন্দর্য টিকিট কেটে দেখতে যান। সুতরাং সেদিকটায় নায়িকাদের খেয়াল রাখতে হয়।

অভিনয়ের ক্ষেত্রে কোন নায়িকাকে আদর্শ মানেন?
সুচিত্রা সেন ও শাবনূর।

বাংলাদেশে কোন নায়ক-নায়িকার অভিনয় আপনার ভালো লাগে?
সুচিত্রা সেন, জয়া আহসান, শাবনূর ও সালমান শাহ।

আপনার সঙ্গে যায় এমন একটি সিনেমার কাহিনি লিখেছি, পছন্দ হলে কি অভিনয় করবেন?
কাহিনি ও আমার চরিত্র পড়ে পছন্দ হলে অবশ্যই করব।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.