সিঙ্গাপুর থেকে রবিবার রাত ১০টায় ঢাকায় ফিরেছেন ঢালিউডের নাম্বার ওয়ান শাকিব খান। পরদিন সোমবারই বিএফডিসি’র তিন নম্বর ফ্লোরে মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘সম্রাট— দ্য কিং ইজ হেয়ার’ চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নেন তিনি। সিনেমাটিতে শাকিবের সহশিল্পী হিসেবে রয়েছেন অপু বিশ্বাস।
নির্মাতা রাজ বলেন, ‘১৪ মে পর্যন্ত টানা সিনেমাটির দৃশ্যধারণ হবে। এতে অভিনয়ের জন্য শিগগিরই ঢাকায় আসবেন কলকাতার জনপ্রিয় অভিনেতা ইন্দ্রনীল। আরও অভিনয় করছেন মিশা সওদাগর, সুব্রত, শিমুল খান, কাবিলা, ডিজে সোহেল প্রমুখ।
‘সম্রাট’ রাজের পরিচালনায় চতুর্থ চলচ্চিত্র। এর চিত্রগ্রহণে রয়েছেন চন্দন রায় চৌধুরী, শিল্প নির্দেশনায় সামুরাই মারুফ, সেট নির্মাণে ফরিদ, মেকআপে মনির হোসেন ও সবুজ, এ্যাকশন দৃশ্য পরিচালনায় এডওয়ার্ড গোমেজ এবং নৃত্য পরিচালনায় আছেন মাসুম বাবুল, শিবরাম শর্মা ও তানজিল।
সিনেমাটির জন্য গান লিখেছেন জাহিদ হাসান অভি, ঋদ্ধি ও মোহাম্মদ মোস্তফা কামাল রাজ। সুর ও সঙ্গীতায়োজন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী কৌশিক হোসেন তাপস, আরফিন রুমি, ইমরান, কলকাতার ডাব্বু ঘোষ ও স্যাভি। কণ্ঠ দিয়েছেন আরফিন রুমি, কোনাল, সাদাব হাশমী ও ইমরান।
‘সম্রাট’ প্রযোজনা ও পরিবেশনায় রয়েছে টাইগার মিডিয়া লিমিটেড। সহ-প্রযোজক হিসেবে আছে অর্কি প্রোডাকশন ও সিনেমাওয়ালা। ‘কিস্তিমাত’ এর সফলতার পর টাইগার মিডিয়া প্রযোজিত দ্বিতীয় সিনেমা এটি। অপরাধ জগতের কাহিনী নিয়ে নির্মিত হচ্ছে ‘সম্রাট’।