ওয়াশিংটনে বন্দুকধারীর হামলা

ওয়াশিংটনে বন্দুকধারীর হামলা।

ওয়াশিংটনের একটি সড়কে বন্দুকধারীর হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন বলে স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।

তবে প্রাথমিক কোনো নিহতের খবর জানা যায়নি। জানা যায়নি হামলার বিস্তারিত বিবরণ।

সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ওয়াশিংটন ডিসির উত্তর দিকের পার্শ্ববর্তী ১৪ নম্বর এবং কলাম্বিয়া সড়কে স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে গুলির এ ঘটনা ঘটে।

এদিকে মাইক্রোব্লগিং সাইট টুইটারে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে অভিযান শুরু করেছে। গুলিবিদ্ধদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হচ্ছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.