পালমিরায় ২৫ বার বিমান হামলা রাশিয়ার

Russia1458364772 (1)সিরিয়ার ঐতিহাসিক শহর পালমিরায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) ওপর ২৫ দফা বিমান হামলা চালিয়েছে রাশিয়া। শনিবার দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

গত মঙ্গলবার সিরিয়া থেকে বিমান ও সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছিল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। তার আগে অবশ্য প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই সেনা প্রত্যাহারের কথা জানিয়েছিলেন। নতুন করে আইএসের ওপর এ বিমান হামলার খবর কর্মকর্তারা এমন সময় দিলেন, যখন সিরিয়ার বিভিন্ন ঘাঁটি থেকে রাশিয়ার বিমানগুলো প্রত্যাহার শুরু হয়েছে।

এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র প্যাট্রিক রিডার জানিয়েছেন, পালমিরা এলাকায় বেশ কয়েকটি বোমা হামলার ঘটনা ঘটেছে। তবে এগুলো রাশিয়ার গোলন্দাজ বাহিনীর হামলা বলে ধারণা করা হচ্ছিল।

তিনি বলেন, রাশিয়া তার অধিকাংশ বিমানই প্রত্যাহার করেছে এবং স্থলভাগে এর সেনাবাহিনীর তৎপরতা খুবই সামান্য।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.