তুরস্কের রাজধানী আঙ্কারায় চালানো আত্মঘাতী হামলার ঘাতককে চিহ্নিত করেছে তদন্তকারী সংস্থা। পিকেকে ও আইএস জঙ্গিদের দ্বারা প্রশিক্ষিত এক নারী এ হামলা চালিয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। হামলায় অন্তত ৩০০ কেজি পরিমাণ বিস্ফোরকদ্রব্য ব্যবহার করে হামলাকারীরা।
হামলায় ব্যবহৃত সাদা রংয়ের একটি বিএমডব্লিউ গাড়ির চালকের আসনেই ছিলেন সেহের চায়লা দেমির (২৪) নামে এক ঘাতক। তবে তার সঙ্গে ঘটনাস্থলে বা গাড়ির ভেতরে অপর অজ্ঞাত পুরুষ সহযোগীও ছিল বলে নিশ্চিত করেছে নিরাপত্তাবাহিনী।
হামলার ঘটনায় এখন পর্যন্ত পুরুষ সহযোগীর পরিচয় উদ্ঘাটন সম্ভব না হলেও ঘটনাস্থলে পাওয়া নারী ঘাতকের ডিএনএ নমুনার সঙ্গে তার পরিবারের সদস্যদের ডিএনএ পরীক্ষায় মিল পেয়ে পরিচয় নিশ্চিত করেছে তদন্ত কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সেহের চায়লা দু’বছর আগে নিজের বিশ্ববিদ্যালয় এলাকা থেকে নিখোঁজ হন। তখন থেকেই চায়লা নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন পিকেকে’তে যোগ দিয়েছিলেন বলে তার পরিবারের ধারণা।
এদিকে গত রোববার তুরস্কের রাজধানী আঙ্কারায় একটি বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে চালানো ওই হামলায় ৩৭ জনের প্রাণহানি হয়। গত ছয় মাসে দেশটির রাজধানীতে চালানো তৃতীয় বোমা হামলার ঘটনা এটি।