ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ভারত, উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র

US-expresses-concern-over-Iভারতের সদ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।

এনডিটিভি জানায়, সমুদ্রগর্ভ থেকে ছোড়া এ পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরমাণু যুদ্ধের সম্ভাবনা বাড়াবে এবং আঞ্চলিক নিরাপত্তা বিঘ্নিত করবে বলে বৃহস্পতিবার সাংবাদিকদের কাছে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রদপ্তরের মুখপাত্র মার্ক টোনার।

ভারতের নতুন করে কে-৪ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ নিয়ে এ সপ্তাহেই বিভিন্ন সংবাদমাধ্যমে খবর বেরিয়েছে।

বঙ্গোপসাগর থেকে এ পরমাণু অস্ত্রবাহী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। সাড়ে তিন হাজার কিলোমিটার পাল্লার এই কে-৪ ক্ষেপণাস্ত্র তৈরি করে ভারত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য দেশের তালিকার বাইরে একমাত্র দেশে পরিণত হয়েছে, যে দেশ স্থল, জল এবং আকাশপথ থেকে পরমাণু অস্ত্র হামলা চালাতে সক্ষম।

আর এ সক্ষমতা নিয়েই উদ্বেগ প্রকাশ করে মার্ক টোনার বলেছেন, ভারতের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন।

তিনি আরও বলেন, “আর একারণেই আমরা পরমাণু অস্ত্রধর সব রাষ্ট্রকেই তাদের এ সক্ষমতার ব্যাপারে সংযত থাকার আহ্বান জানাচ্ছি। পরমাণু এবং ক্ষেপণাস্ত্র উন্নয়ন সংক্রান্ত এ ধরনের কর্মকান্ডে আঞ্চলিক নিরাপত্তার বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্ন।”

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.