যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব করলেও এখন তার থেকে কিছুটা সরে এসেছেন প্রেসিডেন্ট পদে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প। লন্ডনের সদ্যনির্বাচিত প্রথম মুসলমান মেয়র সাদিক খানকে নিয়মের ব্যতিক্রম উল্লেখ করে তাকে ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছেন ট্রাম্প।
গত বছরের নভেম্বরে প্যারিসে সন্ত্রাসী হামলায় ১৩০ জন নিহত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প মুসলমানদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব করেছিলেন। ওই সময় এর ব্যাপক সমালোচনা হলেও ট্রাম্প তার অবস্থান থেকে সরে আসেননি।
লন্ডনের নবনির্বাচিত মেয়র সাদিক খান নিউ ইয়র্ক টাইমসকে বলেছিলেন, তিনি আগামী জানুয়ারিতে আমেরিকান মেয়রদের সঙ্গে দেখা করতে দেশটি সফর করতে চান। তবে হয়তো তার ধর্মবিশ্বাসের কারনে তাকে সেখানে প্রবেশ করতে দেওয়া হবে না।
তিনি বলেন, ‘আমি যুক্তরাষ্ট্রে যেতে চাই সেখানকার মেয়রদের সঙ্গে সাক্ষাৎ করতে, তাদের সঙ্গে সম্পর্ক গড়তে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হলে আমার ধর্মবিশ্বাসের কারণে সেখানে (যুক্তরাষ্ট্রে) আমাকে প্রবেশ করতে দেওয়া হবে না।”
ট্রাম্প অবশ্য সাদিক খানের প্রসঙ্গে বলেছেন ‘ব্যতিক্রম সবসময়ই থাকে।’
ট্রাম্প বলেন, সাদিক খান লন্ডনকে নেতৃত্ব দিতে যাচ্ছেন বলে তিনি অত্যন্ত আনন্দিত বোধ করছেন।
তিনি বলেন, “তিনি যদি ভালো কাজ করেন, তাহলে এটা হবে ভয়াবহ ব্যাপার।”