স্পেনের মাদ্রিদে প্রবাসী নেতাকর্মীদের নিয়ে ঈদ পুনর্মিলনী আয়োজন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ স্পেন শাখা।
প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও ঈদ আনন্দ ছড়িয়ে দিতে স্পেন আওয়ামী লীগের সভাপতি মো. দুলাল সাফার সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্পেন আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা একেএম জহিরুল ইসলাম।
সংগঠনের সাধারণ সম্পাদক এইচ এম দবির তালুকদারের সঞ্চালনায় বুধবার মাদ্রিদে লাভাপিয়েছ কেন্দ্রিক স্থানীয় একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রবাসীদের ঈদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন- সংগঠনের সিনিয়র সহসভাপতি আব্দুল কাদের ঢালি, ফয়জুর রহমান, সৈয়দ মনির হোসেন, লালু চৌধুরী, আহমেদ আসাদুর রহমান সাদ, দুলাল সরকার, শফিকুল ইসলাম।
আরও বক্তব্য দেন আবদুল আজিজ, কালাম সরকার, যুবলীগ নেতা সাইফুল ইসলাম সোহাগ, সোহেল মিয়া, শামসু মিয়া, সাহফতউল্লা,আবদুল গফুর প্রমুখ।
সভাপতির বক্তব্যে মো. দুলাল সাফা স্পেন আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনে সবার সহযোগিতা কামনা করেন।