যুক্তরাষ্ট্রে প্রাইমারি স্কুলে বন্দুক হামলা, শিশুসহ নিহত ৬

যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্যে ন্যাশভিলের একটি স্কুলে বন্দুক হামলায় ৩ শিশুসহ ৬ জনের প্রাণ গেছে। আহত হয়েছে আরও ৬ জন। স্থানীয় সময় গতকাল সোমবার সকাল ১০ টার দিকে বেসরকারি খ্রিস্টান স্কুলটিতে এলোপাতাড়ি গুলি চালায় ২৮ বছর বয়সী এক ট্র্যান্সজেন্ডার নারী অড্রে এলিজাবেথ হেল। তিনি স্কুলটির প্রাক্তন শিক্ষার্থী ছিলেন বলে জানা যায়।

ন্যাশভিল মেট্রোপলিটান পুলিশ জানায়, হামলাকারীর কাছ থেকে দুটি রাইফেল ও একটি হ্যান্ডগান উদ্ধার করা হয়েছে। বন্দুকধারীর গুলিতে নিহত ছয়জনের মধ্যে তিন শিশু স্কুলটির শিক্ষার্থী এবং বাকি তিনজন স্কুলটির কর্মচারী ছিলেন। নিহত ৩ শিশুর বয়স ৯ বছর।

নাশভিলের পুলিশপ্রধান জন ড্রেকের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, তাৎক্ষণিকভাবে হামলার উদ্দেশ্য সম্পর্কে জানা যায়নি। তবে সন্দেহভাজন ওই হামলাকারী স্কুল ভবনটির প্রবেশপথসহ বিস্তারিত মানচিত্র এঁকেছিলেন। এ ছাড়া তিনি একটি ‘ইশতেহার’ ও অন্যান্য লেখা রেখে গেছেন। তদন্তকারীরা এগুলো এখন তদন্ত করছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.