বিমানবন্দর কর্তৃপক্ষের গাফিলতিতে রাকিবের জায়গায় এলো সাইফুলের মরদেহ!

কফিনের গায়ে নামের ভুলের কারণে ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত পিরোজপুরের রাকিবুল হাসানের (৩১) মরদেহের জায়গায় এলো একইসঙ্গে নিহত কুমিল্লার সাইফুল ইসলামের মরদেহ।

গতকাল বুধবার সকালে পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের চালনা নামাজপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাকিবুল হাসান ওই গ্রামের আব্দুল মালেক শেখের ছেলে।

জানা যায়, পিরোজপুরের রাকিবুল হাসান এবং কুমিল্লার সাইফুল ইসলাম ৬ এপ্রিল ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত হন। বুধবার সকালে ঢাকা বিমানবন্দর থেকে রাকিবের মরদেহ ফ্রিজিং গাড়িতে গ্রামের বাড়ি পিরোজপুরে আনা হয়।

 

এ সময় নিহত রাকিবের বাড়ির লোকজন রাকিবের মরদেহ শেষবারের মতো একনজর দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন। পরে কফিন খোলার পর আত্মীয়-স্বজনরা দেখত পান, এ মরদেহ রাকিবের নয়, অন্য কারও।

পরে জানা যায়, নিহত রাকিবুল হাসানের সঙ্গে ওমানে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার সাইফুল ইসলাম নামে আরও এক প্রবাসীর মৃত্যু হয়। একই সময় বিমানযোগে দুজনের মরদেহই দেশে আসে। পরে কফিনের গায়ে থাকা নামের ভুলের কারণে বিমানবন্দর কর্তৃপক্ষ রাকিবের মরদেহ সাইফুলের পরিবার এবং সাইফুলের মরদেহ রাকিবের পরিবারের কাছে হস্তান্তর করে।

রাকিবের বড় ভাই আসলাম শেখ অভিযোগ করে বলেন, বিমানবন্দর কর্তৃপক্ষের গাফিলতির কারণে আমাদের পরিবারকে এই হয়রানির শিকার হতে হয়েছে। তিনি জানান, প্রায় এক বছর আগে রাকিবুল ওমান পাড়ি জমান। তার ছয় মাসের জমজ শিশুসহ তিন কন্যাসন্তান আছে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জ ম মাসুদুজ্জামান বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে তাৎক্ষণিক কুমিল্লার সাইফুলের পরিবারের সঙ্গে যোগাযোগ করে দ্রুত রাকিবের মরদেহ বহনকারী ফ্রিজিং গাড়ি পিরোজপুরে এবং সাইফুলের মরদেহ বহনকারী গাড়ি কুমিল্লায় পাঠানো হয়। মরদেহ বাড়ি পৌঁছানোর পর বিকেল ৫টায় রাকিবের গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.