কুয়েতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

কুয়েতে ডিউটিরত অবস্থায় আলাউদ্দিন নামে এক বাংলাদেশি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। আজ শনিবার সকালে দেশটির বয়ান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাংলাদেশিরা জানান, দুর্ঘটনার পর সহকর্মীরা ঘটনাস্থল থেকে আহত অবস্থায় আলাউদ্দিনকে উদ্ধার করে যাবরিয়া মোবারক হাসপাতালে নিয়ে যান। এ সময় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তারা আরও জানান, নিহত আলাউদ্দিনের বাড়ি বাংলাদেশের নরসিংদী সদর থানার আলোক বালি ইউনিয়নের সাতপাড়া গ্রামে। তিনি কুয়েতের ন্যাশনাল ক্লিনিং কোম্পানিতে ফোরম্যান হিসেবে কাজ করতেন।

নিহতের ভাতিজা সাইদুর সরকার বলেন, সকালে চাচা ডিউটিতে ছিল। এ সময় দ্রুতগতির একটি গাড়ি এসে চাচাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। তিনি প্রায় চার বছর আগে কুয়েতে আসেন। ছুটি শেষে দেশ থেকে এসেছেন ৩ মাস হলো। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দেশে পরিবারের কাছে পাঠানো হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.