ভোটের ফল পাল্টানোর ষড়যন্ত্রে জর্জিয়াতেও অভিযুক্ত ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালের নির্বাচনে ফলাফল পরিবর্তনের চেষ্টা করেছিলেন মর্মে একটি ফৌজদারি মামলায় তাকে দোষী সাব্যস্ত করেছে দেশটির জর্জিয়া অঙ্গরাজ্যের গ্রান্ড জুরি বোর্ড। ট্রাম্পের বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন ফুলটন কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ফানি উইলিস।

উইলিসের অভিযোগ, মামলায় অভিযুক্তরা নির্বাচনে ট্রাম্পের পরাজয় মেনে নিতে না পেরে জেনেশুনে বেআইনিভাবে ট্রাম্পের পক্ষে ফলাফল পরিবর্তনের চেষ্টা করেছিলেন।

এই মামলায় জর্জিয়ার আদালত ট্রাম্পসহ মোট ১৯ জনকে এ অভিযুক্ত করেছেন।

অ্যাটর্নি ফানি উইলিস ২০২১ সাল থেকে এই অভিযোগের তদন্ত করে আসছিলেন। মামলার পরবর্তী কার্যক্রম হিসেবে ২৫ আগস্ট মধ্যে অভিযুক্তদের স্বেচ্ছায় আত্মসমার্ণ করতে বলা হয়েছে।

অ্যাটর্নি অফিস আগামী ৬ মাসের মধ্যে মামলাটির শুনানি করার চেষ্টা করবে বলে জানিয়েছে।

অভিযোগ জানা যায়, ২০২১ সালের ২ জানুয়ারি জর্জিয়ার প্রধান নির্বাচনী কর্মকর্তা ব্র্যাড র‌্যাফেনসপারগারকে ফোন করে নিজের পরাজয় ঠেকানোর ব্যবস্থা করতে বলেন ট্রাম্প। কিন্তু ব্র্যাড তার এ অনুরোধ প্রত্যাখ্যান করেন। এর চারদিন পর ২০২১ সালের ৬ জানুয়ারি ট্রাম্পের অনুসারীরা ক্যাপিটল হিলে ঢুকে পড়ে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.