দুটি পৃথক অভিযানে অনিয়মিত অবস্থায় বসবাসরত চার ভারতীয় ও পাঁচজন নেপালের নাগরিককে আটক করেছে রোমানিয়া কর্তৃপক্ষ। বুখারেস্ট জানিয়েছে, তারা বৈধ ভিসা নিয়ে দেশটিতে প্রবেশ করলেও সবার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। তারা ভিসা নবায়নের আবেদন না করেই বসবাস ও চাকরি করে যাচ্ছিলেন।
দুটি আলাদা বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে রোমানিয়া জেনারেল ইনস্পেক্টরেট ফর ইমিগ্রেশনের তথ্য ও জনসংযোগ কার্যালয়।
১০ আগস্ট প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ৭ আগস্ট রোমানিয়ার ভ্রানেসেয়ার কাউন্টির ইমিগ্রেশন সার্ভিসের পুলিশ সদস্যরা স্থানীয় ফকসানি পৌরসভায় নেপালের পাঁচজন পুরুষ অভিবাসীকে আটক করা হয়। তাদের সবার বয়স ২৭ থেকে ৩৭ বছরের মধ্যে।
যাচাই-বাছাইয়ের পর পুলিশ জানায়, সংশ্লিষ্ট ব্যক্তিরা ২০২২ সালের ডিসেম্বরে কাজের ভিসায় আইনিভাবে রোমানিয়ায় প্রবেশ করেছিলেন। তারা প্রাহোভা কাউন্টিতে নিবন্ধিত একটি কোম্পানিতে লাভজনক কার্যক্রম পরিচালনার শর্তে রোমানিয়ায় এসেছিলেন।
কিন্তু পরবর্তীকালে তাদের ভিসার মেয়াদ শেষ হলেও তারা রোমানিয়ার ভূখণ্ড ত্যাগ করেননি এবং রোমানিয়ার ভূখণ্ডে বসবাসের অনুমতির মেয়াদ বাড়ানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেননি।
তাদের সবাইকে রোমানিয়ে থেকে ডিপোর্টের উদ্দেশ্যে ওটোপেনি ফরেনার্স ডিটেনশন আবাসন কেন্দ্রে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে এবং আগামী এক বছরের জন্য ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশসমূহে নিষেজ্ঞা দেওয়া হয়েছে।
অন্যদিকে, আইজিআই আরেকটি বিবৃতিতে ১১ আগস্ট জানায়, ১০ আগস্ট ডাম্বোভিটা কাউন্টির ইমিগ্রেশন ব্যুরোর সহযোগিতায় অবৈধ অভিবাসন এবং বেআইনি অবস্থানের বিরুদ্ধে একটি অভিযান পরিচালিত হয়।
অভিযানে ভারত থেকে আসা ২৭ থেকে ৩৭ বছর বয়সী চারজন অনিয়মিত অভিবাসীকে শনাক্ত করা হয়। তাদের সবাই বেআইনি উপায়ে রোমানিয়ায় অবস্থান করছিলেন।
পুলিশ জানায়, তারা বৈধ ওয়ার্ক পারমিট ভিসায় রোমানিয়ায় এসেছিলেন। কিন্তু তাদের ভিসার মেয়াদ বহু আগে শেষ হয়ে গেলেও তারা সেটি নবায়ন না করে অবস্থান করছিলেন।
পুলিশ তাদের আগামী ১৫ দিনের মধ্যে তাদের বিরুদ্ধে রোমানিয়া ত্যাগ করার সিদ্ধান্ত জারি করেছে। এছাড়া দেশটির জরুরি অধ্যাদেশ বিধান অনুসারে, তাদের সবাইকে এক বছরের জন্য ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র, ইউরোপীয় অর্থনৈতিক এলাকা এবং সুইস কনফেডারেশন অঞ্চলে প্রবেশ নিষিদ্ধ করার লক্ষ্যে আইনি নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্র: ইনফোমাইগ্রেন্টস
