এভি তয়েশন নিউজ, ঢাকা : বিমান এমডি কাইল হেউড এর প্রথম সংবাদ সম্মেলন স্থগিতর করা হেয়ছে। দুপুর ১২টায় তিনি বলাকা ভবনে প্রথম বারের মতো দেশের সংবাদ কর্মীদের সঙ্গে মতবিনিময় করার কথা িছল। বিমানের জেনারেল ম্যানেজার জনসংযোগ খান মোশাররফ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। জানাগেছে প্রায় আড়াই বছর পর আগামী ৬ এপ্রিল চালু হতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীণ রুটের ফ্লাইট। আর ৫ এপ্রিল আনুষ্ঠানিকভাবে এ রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৬ এপ্রিল এক সঙ্গে ৫টি অভ্যন্তরীণ রুটে এক সঙ্গে ডানা মেলবে বিমান। হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে বেশ ঘটা করেই বিমানের অভ্যন্তরীণ রুটের ফ্লাইটের উদ্বোধন করা হবে। বিমানের নতুন এমডি এই ঘাষনা ছাড়াও বিমান গত ৭ মাসে ২৭১ কোটি টাকা মুনাফা করা, বিমানের নতুন নতুন রুট উদ্বোধন, অভ্যন্তরিন রুটের জন্য নতুন উড়োজাহাজ লীজ সংক্রান্ত নানা বিষয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার কথা িছল।
টানা লোকসানের ধারাবাহিকতা থেকে বেরিয়ে আসছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ২০০১ সাল থেকে টানা লোকসান দিয়ে আসছিল বিমান। ৬০৫ কোটি টাকা লোকসান দিয়ে সাম্প্রতিক বছরের মধ্যে সবচেয়ে বেশি লোকসান হয় ২০১১-১২ অর্থবছরে। ২০১২-১৩ অর্থবছরে ১৯৩ কোটি টাকা, গেল অর্থবছরেও লোকসান ছিল ২২০ কোটি টাকা। এই অবস্থায় গত সাত মাসে প্রতিষ্ঠানটি ২৭১ কোটি টাকা ৪৪ লাখ ৫০ হাজার টাকা মুনাফা করেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ মনে করছে, মুনাফার এই ধারা আগামী পাঁচমাস অব্যাহত থাকলে এই অর্থবছরে রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্স মুনাফা করবে। আগামী ৬ এপ্রিল থেকে একযোগে চালু হচ্ছে বিমানের ৬টি অভ্যন্তরিন রুট। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই রুট গুলো উদ্বোধন করবেন।
বিমান পরিচালণা পর্যদ চেয়ারম্যনি এয়ার মার্শাল জামাল উদ্দিন আহমেদ জানান, বিমান বহরে চারটি ব্র্যান্ড নিউ উড়োজাহাজ বোয়িং ৭৭৭-৩০০ ইআর যোগ হওয়া, ব্যবস্থাপনার উন্নতি হওয়া, ব্যয় সংকোচন নীতি অবলম্বন, লোকসানি রুটগুলো বন্ধ করাসহ বিভিন্ন কারণে এই ধারায় ফিরে এসেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বিমান সুত্রে জানাগেছে গত বছরের জুলাইয়ে ১০ কোটি ৩৬ লাখ ৮৫ হাজার টাকা লোকসান হয়েছিল। কিন্তু পরবর্তীতে বিমান মুনাফার ধারায় ফেরে। এর মধ্যে আগস্টে ২০ কোটি ৫০ লাখ ৯৪ হাজার টাকা, সেপ্টেম্বরে ১২৩ কোটি ২৭ লাখ ৯০ হাজার টাকা, অক্টোবরে ৮৬ কোটি ৭৯ লাখ ২ হাজার টাকা, নভেম্বরে ২৩ কোটি ১৪ লাখ ৩০ হাজার টাকা, ডিসেম্বরে এক কোটি ৮১ লাখ ১৩ হাজার টাকা, জানুয়ারিতে ২৬ কোটি ২৮ লাখ ৮ হাজার টাকা মুনাফা করে বিমান।
এর বাইরে বিমান গত কয়েক বছরে নতুন উড়োজাহাজ কেনা, লিজে আনা উড়োজাহাজের টাকা পরিশোধসহ আড়াই হাজার কোটি টাকা পরিশোধ করেছে।
জামাল উদ্দিন জানান, প্রায় আড়াই বছর পর আগামী ৬ এপ্রিল চালু হতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীণ রুটের ফ্লাইট। আর ৫ এপ্রিল আনুষ্ঠানিকভাবে এ রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৬ এপ্রিল এক সঙ্গে ৫টি অভ্যন্তরীণ রুটে এক সঙ্গে ডানা মেলবে বিমান। হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে বেশ ঘটা করেই বিমানের অভ্যন্তরীণ রুটের ফ্লাইটের উদ্বোধন করা হবে। এ লক্ষ্যে গত ২৫ ফেব্রুয়ারি থেকে অভ্যন্তরীণ রুটের টিকিট বিক্রি শুরু হয়েছে। এর আগে গত ১৯ ফেব্রুয়ারি বিমান অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পুনরায় চালুর ঘোষণা দেয়। বেসরকারি এয়ারলাইন্সের অর্ধেক ভাড়ায় দেশের ৭টি রুটে যাওয়ার সুযোগ করে দিতে যাচ্ছে বিমান।
এজন্য রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্স ৭৪ আসনের ড্যাশ-৮ কিউ-৪০০ উড়োজাহাজ লিজ নিয়েছে ইজিপ্ট এয়ার থেকে। আগামী ১৭ মার্চ উড়োজাহাজ দু’টি ঢাকা এসে পৌঁছানোর কথা রয়েছে। ২০১২ সালে বিমানের অভ্যন্তরীণ রুটের জন্য উপযোগী এফ-২৮ উড়োজাহাজ উড্ডয়ন অনুপযোগী ঘোষণা করে। এরপর থেকেই বিমানের অভ্যন্তরীণ সব ফ্লাইট বন্ধ হয়ে যায়। বর্তমানে কানেক্টিং ফ্লাইটের মাধ্যমে বিমানের কিছু যাত্রী সিলেট ও চট্টগ্রাম যেতে পারেন। তবে এটি আদৌ অভ্যন্তরীণ ফ্লাইট নয়। বিমানের সেলস অফিস সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম রুটের ভাড়া হবে মাত্র ৪ হাজার টাকা। ঢাকা-কক্সবাজার ৫ হাজার ৫০০ টাকা, ঢাকা-সিলেট ৩ হাজার ২০০ টাকা, ঢাকা-রাজশাহী, ঢাকা-সৈয়দপুর ও ঢাকা-যশোর রুটের ভাড়া ৩ হাজার ৫০০ টাকা, ঢাকা-বরিশাল ৩ হাজার টাকা, চট্টগ্রাম-কক্সবাজার ২ হাজার ২০০ টাকা। সব ভাড়াই ওয়ানওয়ে এবং ট্যাক্সসহ এ ভাড়া নির্ধারণ করা হয়েছে।
বিমান চলাচল খাত সংশ্লিষ্টরা বলছেন, অভ্যন্তরীণ রুটগুলোতে বিমান যে ভাড়া ঘোষণা করেছে তা দেশে ফ্লাইট পরিচালনা করা সবগুলো বেসরকারি এয়ারলাইন্সের প্রায় অর্ধেক ভাড়া। সপ্তাহে ঢাকা-কক্সবাজার রুটে ৬টি ফ্লাইট, ঢাকা-যশোরে ৫টি, ঢাকা-রাজশাহীতে তিনটি, ঢাকা-সৈয়দপুর ও ঢাকা-বরিশালে দুটি করে ফ্লাইট পরিচালনা করবে জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্স। এর বাইরে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেটে সপ্তাহে ২৫টি অতিরিক্ত ফ্লাইট পরিচালনার পরিকল্পনার রয়েছে। এছাড়া ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেটে কানেক্টিং ফ্লাইট যথারীতি চালু থাকবে। প্রয়োজন হলে এসব কানেক্টিং ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান এয়ার মার্শাল জামাল উদ্দিন আহমেদ বলেন, সবদিক থেকে বিমান একটি ইতিবাচক ধারায় ফিরে এসেছে। বিগত ৫ বছরের প্রচেষ্টার ফল আমরা পেতে শুরু করেছি। গত সাতমাসে যেভাবে বিমান মুনাফার ধারায় রয়েছে, তা অব্যাহত থাকলে এই অর্থবছরে রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্স নিশ্চিত মুনাফা করবে।