জোবায়ের আহম্মেদ অভি: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সবজির কার্টনের ভেতর থেকে তিন লাখ ৫৫ হাজার সৌদি রিয়াল উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। বাংলাদেশি মুদ্রায় এর মূল্যমান প্রায় ৭০ লাখ টাকা। গতকাল রবিবার রাত সাড়ে ৮টার দিকে বিমানবন্দরের ফ্রেইট ইউনিট থেকে এগুলো উদ্ধার করা হয়।
ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার সৈয়দ আল মামুনর রশিদ জানান, সবজির কার্টনে করে উদ্ধার করা মুদ্রাগুলো রাফি এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে মালয়েশিয়ায় পাচার করা হচ্ছিল।
আরও খবর