রাজশাহী কিংসে মোহাম্মদ হাফিজ

রাজশাহী কিংসে মোহাম্মদ হাফিজ।

দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আসছে ৫ জানুয়ারি মাঠে গড়াবে টুর্নামেন্টটি। সেই হিসাবে আর মাত্র ১০ দিন বাকি। এর আগে জোর কদমে দল গোছানোর কাজ সেরে ফেলছে ফ্র্যাঞ্চাইজিগুলো। ব্যতিক্রম নয় রাজশাহী কিংসও। সবশেষ পাকিস্তানের মোহাম্মদ হাফিজকে অন্তর্ভুক্ত করল তারা।
সোশ্যাল মিডিয়া ফেসবুকে নিজেদের অফিসিয়াল অ্যাকাউন্টে খোদ রাজশাহী কিংস এ খবর নিশ্চিত করেছে। হাফিজের ছবি দিয়ে ক্যাপশনে বরেন্দ্রভূমির রাজারা লিখেছেন-অনেক অভিজ্ঞ, সব বিভাগে কার্যকর। সবাই রাজশাহী দলে হাফিজকে স্বাগত জানান।
ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ঘরোয়া টুর্নামেন্টে দারুণ কার্যকরী হাফিজ। বিগ ব্যাশ, পিএসএল, সিপিএলসহ বিশ্বের বিভিন্ন দেশে আয়োজিত টি-টোয়েন্টি টুর্নামেন্টে পরিচিত নাম তিনি। ব্যাট হাতে তোলেন মরুভূমির ঝড়। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ হলেও স্পিন বিষে ব্যাটসম্যানদের নীল করে ছাড়েন এ পাকিস্তানি। তার বল খেলতে খেই হারিয়ে ফেলেন বাঘা বাঘা ব্যাটসম্যান। টি-টোয়েন্টির ফল নির্ধারণে বড় নিয়ামকের ভূমিকা পালন করেন অলরাউন্ডাররা। সে কারণেই মূলত তাকে বেছে নিয়েছে রাজশাহী।
রাজশাহী কিংস স্কোয়াড-
সৌম্য সরকার, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, জাকির হাসান, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ সামি, ক্রিশ্চিয়ান জাঙ্কার, ইসুরু উদানা, লরি ইভেন্স, রায়ান টেন ডেসকাট, সেকুগে প্রশন্ন, শাহরিয়ার নাফীস, কায়েস আহমেদ, আলাউদ্দিন বাবু, আরাফাত সানি, ফজলে রাব্বি, মার্শাল আইয়ুব ও কামরুল ইসলাম রাব্বি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.