টানা ২য় জয় রুশনারার, জয়ী রুপাও

uk_sm_324595259লন্ডন: যুক্তরাজ্যের ৫৬তম জাতীয় নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো এমপি নির্বাচিত হলেন রুশনারা আলি এবং আরেক বাংলাদেশি বংশোদ্ভূত রূপা হক। তারা দুজনই লেবার পার্টির প্রার্থী।

বেথনেল গ্রিন ও বো থেকে দলের পক্ষে ৩২ হাজার ৮শ’ ৮৭ ভোটে জয় পেয়েছেন রুশনারা আলি। তার পক্ষে ভোট পড়েছে ৬১ শতাংশ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির ম্যাথিউ স্মিথ পেয়েছেন ৮ হাজার ৭০ ভোট।

অন্যদিকে, লন্ডনের ইলিং সেন্ট্রাল ও একটনের প্রার্থী রূপা হক জয় পেয়েছেন। ২২ হাজার ৭শ ভোট পেয়ে নির্বাচিত রূপা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টোরি দলীয় প্রার্থীর চেয়ে প্রায় এক হাজার ভোট বেশি পেয়েছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.