সৌদি আরব : দেরিতে হলেও এখন একমাসের মধ্যেই সৌদি প্রবাসীরা নতুন মেশিন রিডেবল পাসপোর্ট(এমআরপি) পাচ্ছে বলে জানা গেছে।
সৌদি আরবের গুরুত্বপূর্ণ শহর দাম্মাম, মদিনা, বুরাইদা, জেদ্দা, আবহায় থেকে আইরিশ বারহাট নামক একটি কোম্পানির মাধ্যমে এ পাসপোর্ট দেয়া হচ্ছে। ফলে এখন ১ মাসেরও কম সময়ে প্রবাসীরা নতুন ডিজিটাল পাসপোর্ট পাচ্ছে।
আইরিশ বারহাট বাংলাদেশেও এমআরপি পাসপোর্ট তৈরির কাজ করছে বলে জানা গেছে।
আইরিশ বারহাট কোম্পানি হতে বানানো ডিজিটাল পাসপোর্ট সৌদি সরকার নকল মালুমাত (হাতে লেখা পাসপোর্ট ডিজিটালে রপান্তরিত করার পর সৌদি সরকারের কাছ থেকে হালনাগাদ করা) করছেনা এমন অভিযোগকে অস্বীকার করেছে কোম্পানিটি।
এ বিষয়ে আইরিশ বারহাটের উদ্ধতন কর্মকর্তা সামি আল বাশির জানান, নির্দিষ্ট সময়ের আগেই সকল সৌদি প্রবাসী বাংলাদেশীর হাতে ডিজিটাল পাসপোর্ট পৌঁছে দিতে আইরিশ বারহাট কাজ করছে। এমন অভিযোগের কোন ভিত্তি নেই। কিছু ব্যাক্তি আমাদের প্রতিষ্টানের সুনাম নষ্ট করার জন্য এমন অপ-প্রচার চালাচ্ছে। এটা দু:খজনক ও নিন্দনীয়।
এদিকে সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস কার্যালয় প্রধান মোহাম্মদ আইয়ুব জানান, আমরা শুধুমাত্র রিয়াদে এমন কয়েকটা অভিযোগের কথা শুনেছি। ঘটনাটা কি আমরা তা দেখছি। তিনি আরো জানান, রিয়াদ ছাড়া আর কোথাও এমনটা শোনা যায়নি।