ভারতকে ওয়াসিম আকরামের সতর্কবাণী

M_Id_378159_Wasim_Akramবাংলাদেশের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলতে সফরকারী ভারত দলকে সাবধান করে দিয়েছেন পাকিস্তান পেস কিংবদ্ধন্তী ওয়াসিম আকরাম।

ভারতের এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে আকরাম বলেন, নিজেদের মাঠে খেলার কারণে দারুণ অনুপ্রাণিত থাকবে বাংলাদেশ।

“ভারতকে উপলব্ধি করতে হবে যে, বাংলাদেশ খুবই বিপদজনক দল। নিজেদের মাঠে, চেনা দর্শকের সামনে বাংলাদেশ একবারেই অন্যরকমের একটি দল।”

বদলে যাওয়া সাম্প্রতিক সময়ের বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে বলেন, “সম্প্রতি আমরা বিশ্বকাপে এবং পাকিস্তানের বিপক্ষে তাদের(বাংলাদেশ) পারফরম্যান্স দেখেছি। পাকিস্তানকে ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টিতেও হারিয়েছে দেশটি। অতীতে তারা নিজেদের মাঠে নিউজিল্যান্ডকেও হোয়াইটওয়াশ করেছে। আমি মনে করি, তারা বিপদজনক দল।”

১০ই জুন ফতুল্লায় অনুষ্ঠিত হবে সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি। আর তিন ম্যাচের ওয়ানডে সিরিজের খেলাগুলো মিরপুরে হবে যথাক্রমে ১৮ই জুন, ২১ শে জুন ও ২৪ শে জুন। মাশরাফিদের বিপক্ষে খেলতে ৭ জুন বাংলাদেশে আসবে ভারত।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.