কাতারে বাংলাদেশি, নেপালি ও পাকিস্তানিদের শ্রমদাস হিসেবে ব্যবহার করার অভিযোগের বিষয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ও আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) খোঁজ নিচ্ছে। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে গত বুধবার রাতে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক এ কথা জানান।
সাংবাদিকদের একজন কাতার বিষয়ে প্রশ্ন করতে গিয়ে বলেন, ‘কাতার আগামী ২০২২ সালের ফিফা বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতিতে ব্যস্ত। বর্তমানে ওই দেশটি অবকাঠামো নির্মাণে শ্রমদাসদের ব্যবহার করছে। পাচারকারীরা বাংলাদেশি, নেপালি, পাকিস্তানিদের প্রলুব্ধ করছে। পাচারকারীরা তাদের নির্দিষ্ট মজুরির প্রতিশ্রুতি দিয়ে বাড়ি থেকে নিয়ে আসে। এরপর তারা যখন কাতারে আসে, তখন তাদের পাসপোর্ট কেড়ে নেওয়া হয় এবং তারা দৈনিক ১৬ ঘণ্টা কাজ করে। একটি কক্ষে তারা আট থেকে ১০ জন ঘুমায়। পাসপোর্ট না থাকার পরও তারা যদি পালানোর চেষ্টা করে, তাহলে তাদের পরিবারগুলোকে হুমকি দেওয়া হয়। জাতিসংঘ কি এ বিষয়ে আদৌ কোনো খোঁজ রাখছে?’
জবাবে জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র বলেন, ‘হ্যাঁ। আমি বিশ্বাস করি, আন্তর্জাতিক শ্রম সংস্থা ও মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরে আমাদের সহকর্মীরা এ ধরনের অভিযোগের বিষয়ে খোঁজ রাখছেন এবং তাঁরা এ বিষয়টি দেখবেন।’
আরও খবর