নাইম আবদুল্লাহ, সিডনি : অস্ট্রেলিয়ায় বাংলাদেশ কমিউনিটির বড় সংগঠন ‘বাংলাদেশ এসোসিয়েশন অফ নিউ সাউথ ওয়েলসের’ কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভা গত রবিবার সন্ধ্যায় সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম চৌধুরীরম্যাকোয়ারিফিল বাসভবনে অনুষ্ঠিত হয়। এ সভায় সিদ্ধান্ত হয়েছে আগামী ৬ সেপ্টেম্বর বার্ষিক সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হবে। এ ছাড়া বিডি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের নিবন্ধন, টিমের সংখ্যা চূড়ান্ত করণ, মাঠ, বল, আম্পায়ার, ক্লাব নির্ধারণ, টিম অব কন্ট্রাক্ট চূড়ান্ত করার পর খেলা শুরুর তারিখ পরবর্তীতে ঘোষণা করা হবে।
এসোসিয়েশনের সহ-সভাপতি মাহবুব-উল-চৌধুরী শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বার্ষিক সাংস্কৃতিক সন্ধ্যা, বিডি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট ও বিবিধ বিষয়ে আলোচনা হয়।
আলোচনায় অন্যদের মধ্যে অংশ নেন সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী, সাবেক সভাপতি এ্যাডভোকেট মোবারক হোসেন, সদস্য ডা. আবদুল ওয়াহাব বকুল, একেএম ফজলুল হক শফিক, সহ-সভাপতি কামরুল ইসলাম আকাশ, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাছান, ট্রেজারার মোশাররফ হোসেন বাবু ও বিডি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট পরিচালনার দায়িত্বে নিয়োজিত এসোসিয়েশনের স্পোর্টস সেক্রেটারি নাসিম সামাদ।