‘গাব্বার ইজ ব্যাক’ মুক্তির পর থেকেই বলিউড বক্সঅফিস গাব্বার সিংয়ের দখলেই ছিলো। কিন্তু তাকে হটিয়ে বক্স অফিস দখলে নিলো অমিতাভ বচ্চন আর দীপিকার ‘পিকু’।
৮ মে পিকু মুক্তি পায়। সপ্তাহ শেষে ছবিটির আয় ৩৬ কোটি রুপি!
অন্যদিকে গাব্বার ইজ ব্যাক ৭৬.২৩ কোটি রুপি আয় করে বক্সঅফিসে দ্বিতীয় স্থানে অবস্থান করছে।
এরপরেই আছে সানি লিওন অভিনীত কমেডি ধাঁচের ছবি ‘কুচ কুচ লোচা হ্যায়’। সানির এই ছবিটিও মুক্তি পায় ৮ মে। মুক্তির দিনে ছবিটির আয় ২.৯ কোটি রুপি। তারপর যথারীতি আছে ‘অ্যাভেঞ্জার্স’ ও ইমরান হাশমির ‘মিস্টার এক্স’ ছবিটি।
আরও খবর