থাইল্যান্ডের গণকবর থেকে জীবিত উদ্ধার ব্যক্তি বাংলাদেশী

thailandথাইল্যান্ডের গণকবর থেকে জীবিত অবস্থায় উদ্ধার করা ব্যক্তি বাংলাদেশী। দেশটিতে অবস্থিত বাংলাদেশ মিশন প্রাথমিকভাবে এ বিষয়ে নিশ্চিত হয়েছে। শতভাগ নিশ্চিতের জন্য বাংলাদেশ মিশন আরও যাচাই-বাছাই করছে।

পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক সোমবার এই তথ্য জানান। তিনি বলেন, ‘বাংলাদেশ মিশন প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে গণকবর থেকে জীবিত উদ্ধার হওয়া ব্যক্তি বাংলাদেশী। তার এখন চিকিৎসা চলছে। বাংলাদেশ মিশন শতভাগ নিশ্চিত হওয়ার জন্য আরও যাচাই-বাছাই করছে।’

জানা গেছে, এর আগে গত শনিবার থাইল্যান্ডের সঙ্খলা প্রদেশের সাদাও জেলার মালয়েশিয়া সীমান্তের কাছে ৩০টি গণকবরের সন্ধান পায় দেশটির নিরাপত্তাবাহিনী। এরপর গণকবরের পাশ থেকে মুমূর্ষু অবস্থায় একজনকে উদ্ধার করা হয়।

জানা গেছে, গ্রামবাসীর খবরের ভিত্তিতে থাই পুলিশ শুক্রবার ওই পার্বত্য অঞ্চলে গোপন অভিযান চালিয়ে গণকবরের সন্ধান পায়। রোহিঙ্গা ও বাংলাদেশীদের অবৈধভাবে থাইল্যান্ড কিংবা মালয়েশিয়া যাওয়ার এটি অন্যতম একটি রুট।

এর আগেও থাই কর্তৃপক্ষ ওই অঞ্চল থেকে দুই দেশের বেশ কিছু অবৈধ অভিবাসীকে উদ্ধার করে।

থাইল্যান্ডের নিরাপত্তাবাহিনীর মতে, যেখানে গণকবরের সন্ধান পাওয়া গেছে সেটি একটি গোপন নির্যাতন আস্তানা (ডিটেনশন ক্যাম্প)। মানব পাচারকারীরা প্রথমে অবৈধ অভিবাসীদের ওই ক্যাম্পে আটক রাখত। পরে সুবিধামতো তাদের অন্য জায়গায় পাঠাত। আর সুযোগ না জুটলে ওখানেই শেষ হতো অনেকের জীবন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.